কমল নগর প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ইফতারের আগে উপজেলার চর মার্টিন মুন্সির হাট বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের নাম মো. মিশাদ (১৮)। সে কমলনগরের হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর জাঙ্গালীয়া গ্রামের প্রবাসী মিজানুর রহমানের ছেলে। নিহত মিশাদ কমলনগরের চর জাঙ্গালীয়া এস সি উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। এ ছাড়া হাজীর হাট বাজারে পারিবারিক ব্যবসা ‘প্রতিবেশী কম্পিউটার অ্যান্ড টেলিকম’-এর দায়িত্বে ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে দুই বন্ধুসহ মিশাদ মুন্সির হাট থেকে ফেরার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এ দুর্ঘটনায় তিনজন আরোহীর অবস্থা আশঙ্কাজনক হলে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার পথে মিশাদের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত নাহিদুল আলম ইমন (২০), রায়হান (২০), সোহেল (১৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় মিশাদসহ তিনজনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Discussion about this post