আর এইচ মিলন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসন। লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করেন মোঃ আনোয়ার হোছাইন আকন্দ, জেলা প্রশাসক, লক্ষ্মীপুর। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ড. এ এইচ এম কামরুজ্জামান (পিপিএম সেবা), পুলিশ সুপার, লক্ষ্মীপুর।
পর্যায়ক্রমে কুচকাওয়াজ ও শারীরিক কসরত অনুষ্ঠান এবং বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে সংবর্ধনা ও “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন” বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামাল, মাননীয় সংসদ সদস্য, লক্ষ্মীপুর-৩।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ গোলাম ফারুক পিংকু, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, লক্ষ্মীপুর। মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া,মেয়র,লক্ষ্মীপুর পৌরসভা।বীর মুক্তিযোদ্ধা জনাব মাহবুবুল আলম, সাবেক কমান্ডার,মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, লক্ষ্মীপুর। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ।
Discussion about this post