নাটোর প্রতিনিধি
প্রেমিকার সঙ্গে বিয়ে ও স্মার্ট ফোন কিনে না দেওয়ায় বাবা মায়ের ওপর অভিমান করে বিষপান করে আত্মহত্যা করেছে স্বাধীন মোল্লা (১৭) নামে এক কিশোর। বৃহস্পতিবার সন্ধ্যায় নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের রাণীগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানাজায়, রাণীগ্রাম এলাকার একটি মেয়ের সঙ্গে স্বাধীনের দীর্ঘ দিন যাবৎ প্রেমের সম্পর্ক ছিল স্বাধীনের। গত বুধবার বাবা মায়ের কাছে প্রেমিকাকে বিয়ের কথা বলে এবং একটি স্মার্ট ফোন কিনে দেওয়ার আবদার করে। নিম্নবিত্ত পরিবার ছেলের আবদার সঙ্গে সঙ্গে পূরণ করতে পারেনি বাবা-মা।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বিষ পান করে স্বাধীন। বিষপান করার কিছুক্ষণ পরে তার পরিবার জানতে পারে। জানার পর তাৎক্ষণিক স্বাধীনকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার করে। রাজশাহী নেওয়ার পথে ধারাবড়িষা এলাকায় পৌঁছানোর পর রাত ৯টার দিকে মৃত্যু বরণ করে স্বাধীন। সে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।
স্বাধীনের বাবা শাহাজাহান মোল্লা বলেন, ‘আমার ছেলে খুব সহজ সরল ছিল। সে আমার কাছে একটি স্মার্ট ফোনের আবদার করেছিল এবং একটি মেয়েকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিল। আমি বিয়ে ও ফোন কিনে দিতে চেয়েছিলাম তার পরীক্ষার পরে। ছেলে সেই সময় পর্যন্ত অপেক্ষা না করে অভিমান করে বিষ পান করে আত্মহত্যা করল। এটা আমি মেনে নিতে পারছি না।’
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মতিন বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Discussion about this post