নিজস্ব প্রতিবেদক :
ঢাকা কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজের মেডিকেল সেন্টার সহ আট হলে ঢাকা কলেজ ছাত্রদের ফার্স্ট এইড বক্স (প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম) বিতরণ করা হয়েছে।
ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক, ব্যবস্থাপনা বিভাগে শিক্ষার্থী মোহাম্মদ জিয়াউর রহমান খন্দকারের সার্বিক ব্যবস্থাপনায় এই ফাস্ট এইড বক্স বিতরণ করা হয়।
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম ইলিয়াস স্যার এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ অধ্যাপক ও সাউথ হলের প্রভোস্ট জনাব আনোয়ার মাহমুদ স্যার উপস্থিত ছিলেন।
কলেজ মেডিকেল সেন্টারের পরিচালক ডা. আহনাফ এর কাছে মেডিকেল সেন্টারের ফার্স্ট এইড বক্স হস্তান্তর করা হয়। বাকি আট হলের ফার্স্ট এইড বক্সগুলো কলেজ অধ্যক্ষ স্যারের তত্ত্বাবধানে হল গুলোতে পৌঁছে দেওয়া হবে বলে জানা যায়।
ফার্স্ট এইড বক্স বিতরণের সময় উপস্থিত ছিলেন ঢাকা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম খন্দকার পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক সাগর মিয়া, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক পারভেজ মোশাররফ, সাবেক সদস্য আবু নাঈম, রুবায়েত হাসান, সহ কলেজ ও হল ইউনিটের আরো অর্ধশত নেতা কর্মী।
Discussion about this post