আব্দুল আলিম
স্টাফ রিপোর্টার
গাজীপুরের টঙ্গীতে দত্তপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে আটটি ঘর পুড়ে গেছে। এ ঘটনায় তালাবন্ধ একটি ঘরে ১০ বছর বয়সী এক শিশু মারা গেছে।টঙ্গী ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আশিক মিয়া জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রাত ১০টা ৪০ মিনিটে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শাহিন আলম জানান, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এক শিশুর মৃত্যু হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ওই বাড়ির আটটি রুম পুড়ে যায়।
এ ঘটনায় মারা গেছে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার মইদাম গ্রামের খোরশেদ মিয়ার ছেলে মিরাজ (১০)। সে বাবা-মায়ের সঙ্গে দত্তপাড়া আচারপট্টি রোড এলাকায় লতা বেগমের বাড়িতে বসবাস করত এবং মাদরাসার শিক্ষার্থী ছিল।
স্থানীয় জানান, দাদীর সঙ্গে মিরাজকে রেখে তার মা-বাবা দুদিন আগে গ্রামের বাড়ি যানঅগ্নিকাণ্ডের ঘটনার আগে মিরাজকে ঘরে তালাবন্ধ করে তার দাদী বাইরে গিয়েছিলেন।
Discussion about this post