মো: সোহেল খান
দৌলতখান উপজেলা প্রতিনিধি
দৌলতখান পৌরসভা কর্তৃক আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪ ঘটিকার সময় মহিলা দলের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দৌলতখান উপজেলা বিএনপির মহিলা বিষয় সম্পাদিকা মোসাম্মদ মরিয়ম খানম।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতখান থানা বিএনপি’র সহ সভাপতি নিজাম উদ্দিন ভুইয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ কুট্টি, পৌর বিএনপির যুবদলের সদস্য সচিব আলমগীর মিয়া,এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির মুল দলের সহ সভাপতি আনোয়ার হোসেন কাকন, ভারপ্রাপ্ত সেক্রেটারী বাবুল কমিশনার, সাবেক পলিন চেয়ারম্যান, জুয়েল তালুকদার, থানা কৃষক দলের সেক্রেটারী আবুল হোসেন, পৌর কৃষক দলের সভাপতি মো: মিজান মিয়া, পৌর সেচ্ছাসেবক দলের সভাপতি মোসলেউদ্দিন হাওলাদার,সেক্রেটারি ভুট্টু মিয়া, প্রমুখ।
এ সময় দৌলতখান উপজেলা বিএনপির মহিলা বিষয় সম্পাদিকা মোহাম্মদ মরিয়ম খানম বলেন -বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারন্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
বর্তমান পরিস্থিতিতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে জনগণের পাশে থেকে সহযোগিতা করতে হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত হয়ে কাজ করতে হবে, নারী পুরুষ কোন বৈষম্য ভেদাভেদ থাকবে না, তারেক রহমানের নির্দেশ নারী-পুরুষ সকলকে একত্রিত হয়ে দলের জন্য কাজ করতে হবে, দলের মধ্যে কোন দুষ্কৃতিকারীর যাইগা হবে না,বিএনপি ক্ষমতায় আসলে প্রত্যেক নারীদেরকে কার্ডের আওতায় আনা হবে, নারীদের কর্মসংস্থান বৃদ্ধি করা হবে, আপনারা কেউ হতাশ হবেন না নারী-পুরুষ সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল বৈষম্যকে ভেঙে আমরা একত্রিত হয়ে আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এর নির্দেশে আমরা কাজ করে যাব।
Discussion about this post