-
আসামি মো. ইউনুস (৫০) সাতকানিয়া উপজেলার মইশামুড়া এলাকার মৃত আলী হোসেনের ছেলে। ২০১২ সালে এই ঘটনার সময় তিনি সোনালী ব্যাংক সাতকানিয়া উপজেলার মরফলা বাজার শাখার ব্যবস্থাপক ছিলেন। তিনি এ মামলায় জামিন পেয়ে পলাতক রয়েছেন।
দুদকের আইনজীবী মাহমুদুল হক মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘আসামিকে পৃথক তিন ধারায় ৫ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।’
মাহমুদুল হক আরও বলেন, ‘আসামি ইউনুস ব্যাংকটির মরফলা বাজার শাখার ব্যবস্থাপক থাকাকালে ২০১২ সালে ১৫ লাখ ৭০ হাজার টাকা আত্মসাৎ করেন। এই ঘটনায় দুদক তাঁর বিরুদ্ধে মামলা করে। ২০১২ সালের ৭ মে দুদক আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। অভিযোগ গঠনের পর আদালত ১৭ জনের সাক্ষ্য নেন।’
Post Views: 8
Discussion about this post