নিজস্ব প্রতিবেদক
জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী লামিমা লাম নতুন একটি টেলিফিল্মে অভিনয় করতে যাচ্ছেন। এই টেলিফিল্মটি নির্মাণ করেছেন এ সময়ের প্রতিভাবান নির্মাতা রানা বর্তমান। শিরোনাম “এতদিন কোথায় ছিলে”, যা ইতিমধ্যেই টানা তিনদিনের শুটিং শেষে সম্পাদনার টেবিলে পৌঁছেছে। টেলিফিল্মটি চলতি মাসেই দেশের শীর্ষস্থানীয় টিভি চ্যানেল এবং ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে।
সম্পর্কের গভীরতা নিয়ে টেলিফিল্ম
রানা বর্তমানের নির্মাণে এই টেলিফিল্মটি একটি সম্পর্কের গল্প বলবে। প্রযোজক শাহেদ চৌধুরীর গ্রীন ওয়েব এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত “এতদিন কোথায় ছিলে” রচনা করেছেন দেলোয়ার হোসেন দিল। এর আগে তিনি পোড়ামন টু এবং লিডার: আমি বাংলাদেশ-এর মতো জনপ্রিয় সিনেমার স্ক্রিপ্ট লিখে প্রশংসিত হয়েছেন।
চিত্রগ্রহণে ছিলেন আমির হামজা এবং আলোকসজ্জায় ছিলেন কাশেম। নাটকটির নির্মাণ মান নিয়ে নির্মাতা রানা বর্তমান আশাবাদী। তিনি বলেন, “গল্পটি প্রেম, ত্যাগ ও বিশ্বাসের। এটি দেহ বা ভোগবাদের গল্প নয়; বরং মানসিক গভীরতার একটি মিস্ট্রি স্টোরি। আমি আশা করছি, দর্শক এটি পছন্দ করবেন।”
শক্তিশালী অভিনয়শিল্পী দল
টেলিফিল্মটিতে অভিনয় করেছেন সময়ের আলোচিত অভিনেতা সোহেল মন্ডল এবং লামিমা লাম। আরও রয়েছেন নাট্যগুরু নিয়াজ মোহাম্মদ তারিক, অভিজ্ঞ অভিনেত্রী হাসিমুন, আনবি রনি, মিষ্টি আক্তার, অরশি রহমান, আব্দুল আজিম প্রমুখ।
নির্মাণের পেছনের গল্প
শুটিংয়ের সময় নানা বাধার মুখোমুখি হলেও টিমের সমন্বিত প্রচেষ্টায় কাজটি সফলভাবে সম্পন্ন হয়েছে। রানা বর্তমান জানান, “ঢাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন লোকেশনে কাজ করেছি। শুটিংয়ের সময় অনেক চ্যালেঞ্জ ছিল, তবে টিমের সমর্থনেই আমরা কাজ শেষ করতে পেরেছি।”
শিগগিরই মুক্তি পেতে যাওয়া এই টেলিফিল্মটি প্রেম, বিশ্বাস এবং ত্যাগের এক অনন্য উপস্থাপনা হতে যাচ্ছে।
Discussion about this post