নুর ইসলাম নিরব
স্টাফ রিপোর্টার
বিএনপি প্রার্থী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের নির্বাচনী প্রচারে হামলার ঘটনায় মারুফ হোসেন রাজিব নামে ছাত্রলীগের সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ।
তিনি খিলগাঁও মডেল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।সোমবার (২৫ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে তাকে খিলগাঁও এলাকা থেকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ডিএমপির মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, গত ২৬ আগস্ট আওলাদ হোসেন বাদী হয়ে খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, ২০১৮ সালের ১৮ ডিসেম্বর তারিখে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থী ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস দলের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী গণসংযোগ করছিলেন।
খিলগাঁওয়ের তিলপাপাড়ায় নির্বাচনী প্রচারণা চলাকালে ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করে নির্বাচনী প্রচারণা বন্ধ করে দেয়।এসময় হামলায় মামলার বাদীসহ বিএনপির অনেক নেতাকর্মী আহত হন। এ ছাড়াও আক্রমণকারীরা বিএনপির নেতাকর্মীদের ওপর ককটেল বিস্ফোরণ ঘটায়।
থানা পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজিবকে গ্রেপ্তার করা হয়েছে।
Discussion about this post