মোঃ কামরুল হাসান, কক্সবাজার।
কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড কোচপাড়া সিরাতুল মোস্তাকিম কাফেলার তত্ত্বাবধানে ১৮ জন উপজাতি (ত্রিপুরা) সদস্য তাদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে।
সোমবার (১৮ নভেম্বর) রাত ১২টা ৩০মিনিটের সময় কোচপাড়া সিরাতুল মোস্তাকিম কাফেলার তফসিরুল কোরআন মাহফিলে উক্ত ১৮ জন উপজাতি (ত্রিপুরা) ইসলাম ধর্ম গ্রহণ করে। তাদেরকে কালেমা পাঠ করান সিরাতুল মোস্তাকিম কাফেলার প্রধান বক্তা আল্লামা ড. তারেক মনোয়ার।
সিরাতুল মোস্তাকিম কাফেলার উপদেষ্টা মাওলানা কুতুবউদ্দিন হেলালী ১৮জন নওমুসলিমকে সবার কাছে পরিচয় করে দেন।
সিরাতুল মোস্তাকিম কাফেলার উপদেষ্টা মাওলানা কুতুবউদ্দিন হেলালী বলেন, ১৮ জন নওমুসলিমদের মধ্যে এক পরিবারের রয়েছে ১২জন। তাদেরকে সিরাতুল মোস্তাকিম কাফেলার পক্ষে থেকে সব সময় সহযোগিতা করা হবে। কারণ তারা সবাই স্ব-ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে।
Discussion about this post