নিজস্ব প্রতিবেদক
গুইমারা থানা এলাকার ২ নং হাফছড়ি ইউপির ১ নং ওয়ার্ডের গুইমারা রিজিয়ন ও গুইমারা বিজিবি হাসপাতালের মধ্যবর্তী স্থানে বিদুৎ অফিসের সামনে খাগড়াছড়ি টু ঢাকাগামী পাকা সড়কের উপর হতে ৩০ কেজি গাঁজা সহো ১ জনকে আটক করা হয়। আজ ১৬ সেপ্টেম্বর (সোমবার) সকালে গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা থানার এসআই মোঃ আমিনুল ইসলাম ভূঁঞার নেতৃত্বে যাত্রীবাহী বাস (শান্তি পরিবহন), গাড়ী নাম্বার: ঢাকা মেট্রো: ব- ১৪-১৬৯১ হতে যাত্রী আসামী মোঃ রফিকুল ইসলাম (৩০) কে আটক করা হয়।
গ্রেফতারকৃত রফিকুল ইসলাম দিঘীনালা থানার মৃত ওমর আলী হোসেনের ছেলে। তার কাছ থেকে ৩০ (ত্রিশ) কেজি গাঁজা(মাদকদ্রব্য) উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উক্ত বিষয়ে আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
গুইমারা থানা পুলিশের মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। মাদক পরিবার সমাজ ও দেশকে ধ্বংস করে। মাদক ব্যবসায়ী অথবা সেবনকারী সম্পর্কে কোন তথ্য পেলে গুইমারা থানা পুলিশকে জানানোর জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ করেন গুইমারা থানার ওসি।
Discussion about this post