মোঃ কামরুল হাসান
কক্সবাজার জেলা প্রতিনিধি।
রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের অবস্থিত গর্জনিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় মিথ্যা মামলা ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনগন মানববন্ধন করেছে।
মঙ্গলবার (২৮ আগষ্ট) সকাল ১১ টায় মাদ্রাসা সংলগ্ন টাইম বাজার মাঠে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার বাংলা প্রভাষক রেজাউল করিমের পরিচালনায়, সমাজসেবক নাজিমুদ্দিন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ মুহাম্মদ আবদুল হামিদ, মাদ্রাসার প্রতিষ্ঠাতার সন্তান মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, প্রভাষক মাহমুদা খানম, সহকারী মৌলভী মাওলানা মোঃ আয়ুব , সহকারী মৌলভী জয়নাল আবেদীন, সহকারী শিক্ষিকা রাজিয়া আক্তার, জমিদাতার সন্তান শহিদুল্লাহ কায়ছার, শিক্ষার্থী নুসরাত জাহান সহ অনেকে।
বক্তারা বলেন মাদ্রাসা নিয়ে সকল ষড়যন্ত্র বন্ধসহ ষড়যন্ত্রকারীকে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান।
তাছাড়া ষড়যন্ত্রকারীরা বিভিন্ন দপ্তরে অভিযোগের কারনে গত মাস পর্যন্ত ১৭ মাসের বেতন বন্ধ রয়েছে ফলে শিক্ষক-কর্মচারীরা দুর্বিষহ জীবন-যাপন করছেন।অবিলম্বে শিক্ষকদের বেতন-ভাতা চালু করার জন্য উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেছেন। মানববন্ধনে বক্তরা আরও বলেন আওয়ামীলীগ পন্থী শিক্ষকরা শিক্ষকতা না করে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং অধ্যক্ষ থাকার পরও ভারপ্রাপ্ত অধ্যক্ষ ঘোষণা করে সাইফুল ইসলাম নিজেকে অধ্যক্ষ দাবী করে নানা ধরণের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। যার ফলে শত শত শিক্ষার্থীদের লেখা পড়ায় চরম আঘাত হানছে।
মানববন্ধন শেষে শিক্ষক মাওলানা লোকমান হাকিম দেশ ও জাতির কল্যান কামনায় বিশেষ মোনাজাত করেন।
এ বিষয়ে রামু থানার অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান বলেন তিনি বিষয়টি অবগত নয়। তারপর ও তিনি দেখবেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাদ্রাসার সভাপতির দায়িত্বে রয়েছেন এবং খুব শীগ্রই তদন্ত সাপেক্ষে বিষয়টি সমাধান সহ বেতনের সুরহা হয়ে যাবে।
Discussion about this post