রাকিব হোসেন মিলন
বিশেষ প্রতিনিধি।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আগামী ৮ মে কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় অতিক্রম করছেন প্রার্থীরা। অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি মিলন সরকার গত ৫ বছর জনগণের ভালোবাসা নিয়ে সুনাম ও আস্থার সাথে মানুষের সেবা করেছেন। এ নির্বাচনে পুনরায় ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন তিনি।
তিনি এক প্রশ্নের জবাবে দৈনিক বাংলাদেশ নিউজ কে বলেন বিগত ৫ বছর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলাম। হলফ করে বলতে পারি, চেষ্টা করেছি ক্ষমতার সদ্ব্যবহার করতে। কখনোই অপব্যবহার করিনি। মিলন সরকার বলেন ভাইস চেয়ারম্যান পদটি অত্যন্ত সম্মান ও গুরুত্বপূর্ণ পদ। এই চেয়ারে বসে মানুষের জন্য অনেক কিছু করার আছে। আমি চেষ্টা করেছি অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে সবকটি সেক্টরে কাজ করার জন্য। কাজ করতে গিয়ে সব সময় হয়তো সফল হইনি তবে চেষ্টা করেছি জনগণের সেবায় নিজেকে বিলিয়ে দিতে। তিনি বলেন আপনারা জানেন পাশ করার এক বছরের মধ্যে শুরু হয় বিশ্বব্যাপী অতিমারী করোনাভাইরাস। যখন সারা দেশের মানুষ ঘরমুখো তখন আমি সহ দায়িত্বশীল যারা ছিলেন বাহিরে থেকে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছি। আমি দ্বিতীয় বারের মত প্রার্থী হয়েছি অনেক কিছু শিখেছি, দেখেছি, অনেক অভিজ্ঞতা হয়েছে। আমার বিশ্বাস এবার যদি জনগণ আমাকে ভোট দিয়ে জয়লাভ করার ব্যবস্থা করেন তাহলে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে পারবো। মেঘনাবাসী জানেন আমি আমার জীবন যৌবনের সোনালী সময় রাজনীতিতে দিয়েছি। আমি বঙ্গবন্ধুর আদর্শে গড়া আওয়ামী লীগের স্বাচ্ছা কর্মী, আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্মী হিসেবে কিভাবে লবিং করে কাজ বাগিয়ে আনতে হয় সেটা আমি কিছুটা হলেও শিখেছি। আমি উন্নয়নে বিশ্বাসী, আগামী ৮ মে ভোট, আপনার মাধ্যমে মেঘনাবাসীর প্রতি অনুরোধ আমার মার্কা “বই “য়ে ভোট দিয়ে জয়লাভ করাবেন, আমিও শেষ নিশ্বাস পর্যন্ত আপনাদের সকলের পাশে থাকবো।
Discussion about this post