রাকিব হোসেন মিলন
বিশেষ প্রতিনিধি।
লক্ষ্মীপুরের কমলনগরে আশ্রয়ণ প্রকল্পের শীতার্তদের ঘরে ঘরে কম্বল নিয়ে পাশে দাঁড়ালেন ইউএনও। মঙ্গলবার রাতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বিজয়-৭১ আশ্রয়ণ প্রকল্পের ১শ’ ৩৪জন অসহায়দের মাঝে এ কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোশ কুমার বিশ্বাস। ইউএনও সুচিত্র রঞ্জন দাস কম্বল নিয়ে উপস্থিত হওয়ায় খুশিতে আত্বহারা আশ্রয়ণ প্রকল্পের শীতার্ত বাসিন্দারা।
এ সময় তারা বলেন, “প্রায় দেড় বছর আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনা উপহার হিসেবে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান ও জেলা প্রশাসক স্যার মেঘনার ভাঙনের শিকার আমাদের ১শ’ ৩৪ জন গৃহহীনকে ঘর ও দলিল হস্তান্তর করেন। দেড় বছর অতিবাহিত হলে এভাবে সাহায্য নিয়ে কেউ এগিয়ে আসেনি তাই আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস স্যারকে ধন্যবাদ জানাই”।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বলেন, অসহায়ত্বের কথা বিবেচনা করে খবর পেয়ে বিজয়-৭১ নামের ওই আশ্রয়ণ প্রকল্পের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
Discussion about this post