রাকিব হোসেন মিলন
বিশেষ প্রতিনিধি।
রাজধানীর সবুজবাগ এলাকা থেকে অজ্ঞান পার্টির সক্রিয় এক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-মতিঝিল বিভাগ।
গ্রেফতারকৃত আসামী হচ্ছে মোঃ আমির হোসেন। এসময় তার নিকট হতে তিনটি কম্বল, একটি শ্যাম্পু, একটি শাওয়ার ক্রিম , তিনটি বডি লোশন, একটি টুথপেস্ট, তিন বোতল নবরত্ন তেল, দুইটি সাবান, তিন বক্স চকলেট, এক প্যাকেট ট্যাং, একটি ছাতা, ডিসোপেন ট্যাবলেট তিন পাতা, এক প্যাকেট বিস্কুট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গোয়েন্দা-মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মোঃ এরশাদুর রহমান ডিএমপি নিউজকে জানান, গত বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় সবুজবাগ থানা এলাকার ওয়াসা রোডে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন একজন ব্যক্তি চোরাই মালামাল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে ওয়াসা রোডে অভিযান পরিচালনা করে আমিরকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে মোঃ এরশাদুর রহমান জানান, গ্রেফতারকৃত আমির নেশাজাতীয় ট্যাবেলেট বিস্কুটের সাথে মিশিয়ে কৌশলে টার্গেটকৃত ব্যক্তিকে খাইয়ে অজ্ঞান করে ভিকটিমের সঙ্গে থাকা মালামাল নিয়ে যায়। পরে মালামাল ঢাকাসহ পার্শ্ববর্তী বিভিন্ন স্থানে বিক্রি করে থাকে।
এ সংক্রান্তে সবুজবাগ থানায় একটি মামলা রুজু হয়েছে।
Discussion about this post