মোঃ নাজমুল আলম পলাশ।
নিজস্ব প্রতিবেদক
হাইমচরের নীল কমল ইউনিয়নের বাহেরচর সীমানায় ভুমি দস্যু খোকা বেপারীর অবৈধ বালু মহলের ৯ টি বালু ভর্তি জাহাজ ও ১০ শ্রমিককে আটক করে হাইমচর থানা পুলিশ।
১২ ই মার্চ রোজ (রবিবার) আনুমানিক রাত ২ টায় টায় নীলকমল ইউনিয়নের বাহের চর থেকে বালু খেকুদের ৯ টি জাহাজ ও আসামীদের আটক করে বাহেরচর ( ঈশানবালা)পুলিশ।
চাঁদপুর জেলার হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়ন এর সীমানায় শরীয়তপুরের ভুমিদস্যু খোকা বেপারীর নেতৃত্বে ৮/১০ অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন এবং বালি নিয়ে যাওয়ার সময় শনিবার রাতে বাহেরচর পুলিশ ঈশানবালা খালে বালু ভর্তি ৯টি জাহাজ আটক করেছে।
অভিযোগ রয়েছে চাঁদপুর বালু মহল বন্ধ হওয়ার পর থেকে হাইমচর উপজেলার বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান রতন হাজী’র সহযোগিতায় তার নিকট আত্নীয় ভুমিদস্যু খোকা বেপারী প্রায় ২ মাস যাবত চাঁদপুর জেলার সীমান্ত বর্তী নীলকমল ইউনিয়নের বাহের চর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। গতকাল হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ আশরাফ উদ্দিন চৌধুরী নির্দেশনায় বাহেরচর পুলিশ তদন্ত কেন্দ্র গিয়ে তাদেরকে আটক করে।
Discussion about this post