রাকিব হোসেন মিলন
নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুরের রামগতিতে ১২টি দল নিয়ে শুরু হয়েছে বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস ফারুক স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ইং।
বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে রামগতির বি.বি.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি লক্ষ্মীপুর-(৪) রামগতি ও কমলনগর আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) আব্দুল মান্নান (এমপি)।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য ইস্কান্দার মির্জা শামীম, রামগতি পৌরসভার মেয়র এম. মেজবাহ উদ্দিন মেজু , রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তুনু চৌধুরী, লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য (ভিপি) মেজবাহ উদ্দিন হেলাল, আবদু জাহের সাজু, চরআলগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, রামগতি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ড. আশ্রাফ আলী চৌধুরী সারু, যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাছের, চররমিজ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম দিদার, উপজেলার ভাইস চেয়ারম্যান মো. রাহিদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ফারুক ও রামগতি উপজেলা ছাত্রলীগের সভাপতি আকবর হোসেন সুখীসহ প্রমুখ।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন নোয়াখালী ফুটবল একাডেমি বনাম পৌর আলেকজান্ডার একাদশ। নোয়াখালীকে ৪-০ গোল দিয়ে আলেকজান্ডার একাদশ বিজয়ী হন।
এ জমকালো ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন, ৮নং বড়খেরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসান মাকছুদ মিজান ও ৯নং চরগাজী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম সুমন।
Discussion about this post