মোঃনাজিম ইসলাম
তারাগঞ্জ উপজেলা প্রতিনিধি
রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ২নং কুর্শা ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠানের আয়োজন করেন ২নং কুর্শা ইউনিয়ন কৃষক দল।
উক্ত অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ২নং কুর্শা ইউনিয়ন কৃষক দলের আহবায়ক সুশীল চন্দ্র রায় এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা কৃষক দলের সদস্য সচিব দিল মেরাজুল ইসলাম দুলু ও প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রংপুর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী বেলাল হোসেন সহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মোমিনুর খান সজিব,তারাগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক এ্যাডঃমাকদুম আলম,যুগ্ম আহবায়ক বদরগঞ্জ উপজেলা বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী সমিতির যুগ্ম আহবায়ক এ্যাডঃ গোলাম রসুল বকুল,তারাগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডঃ তোবারক হোসেন,তারাগঞ্জ উপজেলা যুবদলর আহবায়ক নুরুজ্জামান প্রামানিক তারাগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি মিজানুর রহমান, তারাগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব নুর হোসেন তারাগঞ্জ উপজেলা কৃষক দলের সদস্য সচিব আল-আমিন ও স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে দিল মেরাজুল ইসলাম বলেন বাংলাদেশের কৃষকদের জন্য প্রথম যদি কোনো সরকার প্রধান কাজ করেছিলো তিনি আর অন্য কেউ নন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,তিনি আরো বলেন আগামীতে যদি দেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভোট দিয়ে দেশ পরিচালনার সুযোগ দেন তাহলে কৃষকদের উন্নয়নে কাজ করবে তারেক রহমানের নেতৃত্বে সরকার।
বিশেষ অতিথির বক্তব্যে গোলাম রসুল বকুল বলেন বাংলাদেশের কৃষকদের উন্নয়ন ঘটাতে হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকারের বিকল্প নেই। তাই আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নেতৃত্বে প্রতিটি ইউনিয়নে কৃষকদের পাশে দারানোর জন্য ইউনিয়ন কৃষক দল গঠন করা হয়েছে যাতে করে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে কৃষকরা সঠিক সেবা পেতে পারেন।সমাপ্ত বক্তব্য রাখেন তারাগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি মিজানুর রহমান।
Discussion about this post