রাকিব হোসেন মিলন
মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা পুলিশের একটি চৌকস অভিযানে সিএনজি চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ কুলাউড়ার নেতৃত্বে এসআই আমির উদ্দিন, এসআই হাবিবুর রহমান এবং সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন:
১. সালাউদ্দিন (২০), পিতা- উম্মতি মিয়া, সাং পশ্চিম মসাজান, ০৭ নং কামার চক ইউনিয়ন পরিষদ, থানা রাজনগর।
২. কামরুল হাসান (২১), পিতা- তৈমুজ মিয়া (ওরফে বাঘা মেম্বার), সাং আদমপুর।
৩. এমদাদুল হক এমরান (৩০), পিতা- মৃত এলাইছ মিয়া, সাং নবীনগর।
তাদের বাড়ি ৫ নং ব্রাহ্মণ বাজার ইউনিয়ন পরিষদের অন্তর্গত।
কুলাউড়া থানার মামলা নং ০৬, তারিখ- ০৮/০৯/২৪, ধারা- ৩৭৯ পেনাল কোডের আওতায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ সিএনজি চোর চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে এ চক্রটি বিভিন্ন এলাকায় সিএনজি চুরির মাধ্যমে জনগণকে হয়রানির শিকার করে আসছিল।
জিজ্ঞাসাবাদে তারা অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পর আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জানান, “আমাদের টিম দিনরাত পরিশ্রম করে এই চক্রের সন্ধান পেয়েছে। আমরা জনগণের সম্পদ রক্ষায় বদ্ধপরিকর। অপরাধ দমনে পুলিশের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।”
পুলিশের এই সফল অভিযানের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন।
Discussion about this post