আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাক্তিয়া প্রদেশে চারটি জায়গায় বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা বলেছেন, নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালিবানের (টিটিপি) ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
এতে সন্দেহভাজন বেশ কয়েকজন সন্ত্রাসী হতাহত হয়েছেন।নিরাপত্তা বাহিনীর সূত্র উদ্ধৃত করে পাকিস্তানের গণমাধ্যম ডন জানায়, পাক্তিয়া প্রদেশের বার্নাল জেলার মুর্গা ও লামান এলাকায় টিটিপি ঘাঁটিতে এই হামলা হয়।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক্স-এ একটি পোস্টে পাকিস্তানি হামলার খবর নিশ্চিত করেছে। তবে তাদের দাবি, হতাহতরা বেসামরিক নাগরিক। নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছেন।
উল্লেখ্য, এক বছরের বিরতির পর আফগানিস্তানের সঙ্গে কূটনৈতিক সংলাপ শুরু করেছে পাকিস্তান। পাকিস্তানের বিশেষ প্রতিনিধি মুহাম্মদ সাদিকের নেতৃত্বে একটি কূটনৈতিক দল আফগানিস্তানের অন্তর্বর্তী স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি এবং পররাষ্ট্রমন্ত্রী আমির মুত্তাকির সঙ্গে বৈঠকের দিনই এই হামলা হলো।
Discussion about this post