নুর ইসলাম নিরব
স্টাফ রিপোর্টার
চাঁদপুরের মেঘনায় থেমে থাকা একটি জাহাজ থেকে সাতজনের গলা কাটা মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। এছাড়া একজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে এ খবর জানিয়েছেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) শেখ আব্দুর সবুর।
তিনি বলেন, ৯৯৯ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এটি সদরের হরিণাঘাট এলাকার কাছাকাছি মেঘনা নদী সংলগ্ন ঘটনা। সেখানে এমভি আল বাখেরা নামক নোঙর করা একটি জাহাজে মরদেহগুলো গলাকাটা অবস্থায় দেখে আমাদের জানানো হয়।
নৌ পুলিশের ওই উপপরিদর্শক (এসআই) শেখ আব্দুর সবুর আরও বলেন, যতদূর জেনেছি ডাকাতরা ডাকাতির উদ্দেশ্যে জাহাজে আক্রমণ করে। পরে তাদের প্রতিহত করায় ধারালো অস্ত্র দিয়ে জবাই করে দেওয়া হয়। জবাইকৃত সাতজনের সবাই জাহাজের স্টাফ।
এছাড়া আরও একজন গলাকাটা অবস্থায় আশঙ্কাজনক রয়েছে। তবে ঠিক কী কারণে এমন ঘটনা তা এখনই সব বলা সম্ভব হচ্ছে না। আমরা ঘটনাস্থলে যাচ্ছি এবং পরে খবর নিয়ে পরে বিস্তারিত জানাব।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন মিলন
ব্যবস্থাপনা সম্পাদক: দিপা আক্তার
মোবাইলঃ 01634559838
মোবাইলঃ 01944701754
Email:mrheng1971@gmail.com
২০২২. সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।দৈনিক বাংলাদেশ নিউজ
Developer by: Md Tushar Emran