বাংলাদেশ নিউজ ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অটো গ্যারেজের মালিক বিল্লাল মিয়াকে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার লালপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বায়েক এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত বিল্লাল মিয়া একই উপজেলার আড়াইসিধা ইউনিয়নের মাধুরপাড়া এলাকার মৃত আব্দুল জব্বার মিয়ার ছেলে। পরিবারের সদস্যরা জানান, রোববার সন্ধ্যায় বিল্লাল মিয়া তার গ্যারেজ থেকে একটি অটোরিকশা নিয়ে বের হয়।
এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকালে সড়কের পাশে তার মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
আশুগঞ্জ থানার ওসি মো. বিল্লাল হোসেনবাংলাদেশ নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতের পিঠে ছুরিকাঘাত ও গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন মিলন
ব্যবস্থাপনা সম্পাদক: দিপা আক্তার
মোবাইলঃ 01634559838
মোবাইলঃ 01944701754
Email:mrheng1971@gmail.com
২০২২. সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।দৈনিক বাংলাদেশ নিউজ
Developer by: Md Tushar Emran