দিপা আক্তার
বিশেষ প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮৮ পিস ইয়াবাসহ শিমু আক্তার নামে এক নারীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শনিবার (২১ ডিসেম্বর) রাত ৮টায় উপজেলার পাটগাঁও গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শিমু আক্তার পাটগাঁও গ্রামের আবুল হোসেনের মেয়ে।
রাণীশংকৈল থানা ওসি আরশেদুল হক বাংলাদেশ নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ তার বাড়িতে অভিযান চালায়।
এ সময় তার কাছ থেকে পুলিশ ৮৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। বিষয়টি বুঝতে পেরে শিমুর বাবা বাড়ি থেকে আগেই পালিয়ে যায়। শিমু আক্তার স্বীকার করেছে, সে ও তার বাবা ইয়াবা কারবারের সঙ্গে জড়িত। তিনি আরও বলেন, ইয়াবাসহ মাদককারবারি শিমু আক্তারের নামে থানায় মাদক আইনে মামলা হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন মিলন
ব্যবস্থাপনা সম্পাদক: দিপা আক্তার
মোবাইলঃ 01634559838
মোবাইলঃ 01944701754
Email:mrheng1971@gmail.com
২০২২. সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।দৈনিক বাংলাদেশ নিউজ
Developer by: Md Tushar Emran