বাংলাদেশ নিউজ ডেস্ক
টাঙ্গাইলের কালিহাতীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ওপর হামলার ঘটনায় করা মামলায় সল্লা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল আলীমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার সল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল আলীম সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। কালিহাতী থানার উপপরিদর্শক (এসআই) মো. ওসমান বাংলাদেশ নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মেহেরাব ইসলাম তারেক আনন্দ মিছিল নিয়ে উপজেলা গেটের দিকে যাওয়ার সময় তার ওপর হামলা করা হয়। সেই হামলায় মেহেরাব আহত হয়।
পরে তার বাবা মমিনুল ইসলাম বাদী হয়ে গত ১৮ আগস্ট কালিহাতী থানায় মামলা দায়ের করেন।তিনি আরও বলেন, সেই মামলায় আব্দুল আলীমকে গ্রেপ্তার করা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন মিলন
ব্যবস্থাপনা সম্পাদক: দিপা আক্তার
মোবাইলঃ 01634559838
মোবাইলঃ 01944701754
Email:mrheng1971@gmail.com
২০২২. সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।দৈনিক বাংলাদেশ নিউজ
Developer by: Md Tushar Emran