বাংলাদেশ নিউজ ডেস্ক
নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্ব শত্রুতার জেরে সিয়াম নামে এক পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।নিহত সিয়াম ফতুল্লা থানার পিলকুনী পাঁচতলা বরিশাল টাওয়ার সংলগ্ন এলাকার আব্দুল হালিম মিয়ার ছেলে। তিনি একটি হোসিয়ারী কারখানার পোশাক শ্রমিক ছিলেন।
স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জেরে রাত ১০টার দিকে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক নজরুল ওরফে ধোপা নজরুলের ভাগিনা সায়মনের নেতৃত্বে একদল কিশোর সিয়ামকে অটোরিকশায় করে তক্কার মাঠ মসজিদ সংলগ্ন খানকা মাঠে নিয়ে যায়। সেখানে সিয়ামকে কুপিয়ে গুরুতর জখম করে।
স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম বাংলাদেশ নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব বিরোধের জেরে একদল কিশোর এ ঘটনা ঘটিয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় মামলা করা হবে।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন মিলন
ব্যবস্থাপনা সম্পাদক: দিপা আক্তার
মোবাইলঃ 01634559838
মোবাইলঃ 01944701754
Email:mrheng1971@gmail.com
২০২২. সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।দৈনিক বাংলাদেশ নিউজ
Developer by: Md Tushar Emran