নুর ইসলাম নিরব
স্টাফ রিপোর্টার
সাভারে যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ৫ জন যাত্রী ছুরিকাঘাতে আহত হয়েছেন।
শুক্রবার (২০ ডিসেম্বর) আনুমানিক রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকা থেকে সিঅ্যান্ডবি এলাকা পর্যন্ত ওয়েলকাম পরিবহনের একটি বাসে এ ডাকাতির ঘটনা ঘটে।ডাকাতি শেষে ডাকাত দল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হল সংলগ্ন মহাসড়কে নেমে গেলে যাত্রীদের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে আহতদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
আহতদের ৫ জনের মধ্যে গুরুতর জখম হয়েছেন শামীম হোসেন নামে একজন। শামীম হোসেনের গ্রামের বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার কালিকাপুর গ্রামে। তিনি শ্রীপুর এলাকায় ভাড়া থেকে একটি বায়িং হাউজে চাকরি করেন।
ভুক্তভোগী হারুন-অর-রশিদ বলেন, আমি উলাইল এলাকার একটি গার্মেন্টসে গিয়েছিলাম। উলাইল স্ট্যান্ড থেকে আমি ওয়েলকাম পরিবহনের একটি গাড়িতে উঠি। কয়েক মিনিটের মধ্যেই বেশ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে বাসে দাঁড়িয়ে যায়, এবং বলতে থাকে কোনো আওয়াজ করলে জানে মেরে ফেলবে। আমিসহ উপস্থিত যাত্রীদের তারা অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।
পরে আমার মানিব্যাগসহ পকেটের যা ছিল সব বের করে নিজেরাই নিয়ে যায়। সাভার বাস স্ট্যান্ড এলাকা পার হওয়ার পরপরই ডাকাতরা তাদের কার্যক্রম শুরু করে। এরপর তড়িৎ গতিতে ডাকাতি শেষ করে জাহাঙ্গীরনগরের কাছাকাছি একটি জায়গায় গিয়ে তারা নেমে যায়।
এ ব্যাপারে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিয়া বলেন, এ ধরনের একটি ঘটনার খবর পেয়েছি। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন মিলন
ব্যবস্থাপনা সম্পাদক: দিপা আক্তার
মোবাইলঃ 01634559838
মোবাইলঃ 01944701754
Email:mrheng1971@gmail.com
২০২২. সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।দৈনিক বাংলাদেশ নিউজ
Developer by: Md Tushar Emran