রাকিব হোসেন মিলন
প্রচণ্ড শীত। কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে পুরো দেশ। সূর্যের দেখা পাওয়া যেন সোনার হরিণ হয়ে উঠেছে। এসময় আমাদের চারপাশের সুবিধাবঞ্চিত মানুষদের জন্য শীত হয়ে দাঁড়িয়েছে এক অসহনীয় চ্যালেঞ্জ। ফুটপাতে বসবাস করা মানুষ, গ্রামাঞ্চলের দরিদ্র কৃষক পরিবার কিংবা শহরের শ্রমজীবী মানুষ—সবাই চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। শীতবস্ত্রের অভাবে অনেকের রাত কাটছে জেগে কিংবা কোনো মলিন কাপড়ে জড়ানো অবস্থায়।
এই ভয়াবহ শীতে বয়স্ক ও শিশুদের দুর্দশা সবচেয়ে বেশি। ঠাণ্ডাজনিত রোগ যেমন সর্দি, কাশি, জ্বর এবং নিউমোনিয়ার প্রকোপ বাড়ছে। এক জরিপে দেখা গেছে, শীতের কারণে প্রতিবছর দেশে কয়েক হাজার মানুষ অসুস্থ হয়ে পড়ে। শীতবস্ত্রের অভাব আর প্রয়োজনীয় চিকিৎসার অভাবে তাদের মধ্যে অনেকেই প্রাণ হারান। এটি শুধুই একটি সংখ্যা নয়, বরং এটি আমাদের মানবিক ব্যর্থতার করুণ চিত্র।
এমন সংকটময় সময়ে সমাজের সামর্থ্যবান মানুষের এগিয়ে আসা অত্যন্ত জরুরি। আমাদের চারপাশে অনেকেই রয়েছেন যারা একটু সদিচ্ছা দিয়ে বড় পরিবর্তন আনতে পারেন। একটি পুরোনো কম্বল, একটি সোয়েটার, কিংবা কিছু টাকা দিয়ে শীতবস্ত্র কিনে কেউ যদি শীতার্তদের পাশে দাঁড়ান, তবে তার উদ্যোগ অসংখ্য মানুষের মুখে হাসি ফোটাতে পারে।
দেশের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ইতোমধ্যে শীতবস্ত্র বিতরণে কাজ করছে। কিন্তু চাহিদার তুলনায় এ উদ্যোগ যথেষ্ট নয়। প্রত্যেকেরই দায়িত্ব আছে নিজ নিজ অবস্থান থেকে এই সংকট মোকাবিলায় ভূমিকা রাখার। একটি কম্বল হয়তো আমাদের কাছে খুব বড় বিষয় নয়, কিন্তু একজন সুবিধাবঞ্চিত মানুষের কাছে তা নতুন জীবনের মতো।
আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, কর্পোরেট অফিস এবং বিভিন্ন সামাজিক সংগঠন যদি একযোগে কাজ করে, তবে অনেক শীতার্ত মানুষের কষ্ট লাঘব করা সম্ভব। ব্যক্তি পর্যায়ে উদ্যোগ নেওয়ার পাশাপাশি, আমাদের উচিত একত্রিত হয়ে এই সহায়তাগুলো সঠিক জায়গায় পৌঁছে দেওয়া। যারা শীতবস্ত্র কিনে দিতে অক্ষম, তারা অন্তত অন্যদের উৎসাহিত করতে পারেন।
একটি মানবিক সমাজ গঠনে আমাদের সবার অংশগ্রহণ প্রয়োজন। শুধু শীত নয়, যে কোনো দুর্যোগে আমরা যদি পরস্পরের পাশে দাঁড়াই, তাহলে আমাদের সমাজ আরও সুন্দর ও সহানুভূতিশীল হয়ে উঠবে। শীতার্তদের কষ্ট লাঘবে আজই আমরা যে যার জায়গা থেকে এগিয়ে আসি।
শীতের তীব্রতায় কাঁপছে মানুষ, কিন্তু আমাদের আন্তরিকতায় তা উষ্ণতায় রূপ নিতে পারে। আসুন, সুবিধাবঞ্চিত শীতার্তদের জন্য কিছু করি। একটি মানবিক উদ্যোগই পারে এই শীতে হাজারো মানুষের মুখে হাসি ফুটাতে। "মানুষ মানুষের জন্য"—এই চিরন্তন সত্যকে স্মরণ করে আজই শুরু হোক আমাদের মানবিক উদ্যোগ।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন মিলন
ব্যবস্থাপনা সম্পাদক: দিপা আক্তার
মোবাইলঃ 01634559838
মোবাইলঃ 01944701754
Email:mrheng1971@gmail.com
২০২২. সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।দৈনিক বাংলাদেশ নিউজ
Developer by: Md Tushar Emran