নাজমুল হোসেন
লক্ষ্মীপুরের সদর উপজেলার দালাল বাজার নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে বক্তব্যকালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেন, যে অভিষ্ট লক্ষ্যে দেশ স্বাধীন হয়েছে আমরা কিন্তু সেই স্বাধীনতার পূর্ণাঙ্গ স্বাদ পাইনি। ভবিষ্যতে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে দেশের জনগণ ভোটদানের সুযোগ পাবেন। জনগণ তাদের ইচ্ছেমতো ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। বাংলাদেশের দুর্নীতি জিরো টলারেন্স করা হবে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় দালাল বাজার নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া আরও বলেন, এই অঞ্চলে অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। দুর্নীতি করে অযোগ্য ও অথর্ব লোকজনদের নিয়োগ দিয়ে শিক্ষার মান আরও পেছনে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সেই পরিবেশ আর চাই না। মেধাভিত্তিক রাজনীতি ও মেধার চর্চার মাধ্যমে আগামীর প্রজন্মকে গড়ে তুলতে হবে।
এ অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক আকরাম হোসেন চৌধুরী, জেসিএক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন চৌধুরী জুয়েল, দুদকের সাবেক মহাপরিচালক সৈয়দ ইকবাল হোসেন ও বিশ্ব ভ্রমণে বিরল ইতিহাস সৃষ্টিকারী নাজমুন নাহার সোহাগী প্রমুখ।
‘শত বর্ষে শত প্রাণ, বাজুক মনে ঐকতান’ এ স্লোগান নিয়ে দালাল বাজার নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসবে শিক্ষকদের সম্মাননা প্রদান, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিদ্যালয়টির প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা এ উৎসবের আয়োজন করে। শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণে মিলিত হয়ে শিক্ষা ও কর্মজীবনের নানা গল্প নিয়ে চা-কফির আড্ডায় অন্যরকম উৎসব ও উচ্ছ্বাসে মেতে উঠেন প্রাক্তন-বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন মিলন
ব্যবস্থাপনা সম্পাদক: দিপা আক্তার
মোবাইলঃ 01634559838
মোবাইলঃ 01944701754
Email:mrheng1971@gmail.com
২০২২. সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।দৈনিক বাংলাদেশ নিউজ
Developer by: Md Tushar Emran