নুর ইসলাম নিরব
স্টাফ রিপোর্টার
ঢাকার পল্টনে যুবদল নেতা শামীম মিয়ার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সোলায়মান মোহাম্মদ সেলিমকে চার দিন করে রিমান্ডে দিয়েছেন আদালত।পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ফেরদৌস আলম আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে ঢাকা মহানগর হাকিম মো. শরিফুর রহমান এই আদেশ দেন।
এর আগে এই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখানো হয়।রিমান্ড আবেদনে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী কামরুল ইসলাম এবং সোলায়মান ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন বলে উল্লেখ করে হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে বের করতে তাদের রিমান্ডে নেওয়া দরকার বলে জানান তদন্ত কর্মকর্তা।
নিজেকে নির্দোষ দাবি করে কামরুল ইসলাম আদালতকে বলেন, ২০১৭ সাল থেকে তিনি লিভার ক্যান্সারসহ বিভিন্ন রোগে ভুগছেন।
সম্প্রতি তার লিভার অপসারণ করা হয়েছে। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট আসামিপক্ষের আবেদন নামঞ্জুর করে হত্যাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
Discussion about this post