আন্তর্জাতিক ডেস্ক
এবার উইসকনসিনের একটি স্কুলে ১৫ বছর বয়সী কিশোরীর গুলিতে দুজন নিহত ও ছয় জন আহত হয়েছেন।গুলিতে নিহত হয়েছেন বন্দুকধারী কিশোরীও। পুলিশের ধারণা, নিজের ছোড়া গুলিতে নিহত হয়েছেন ওই কিশোরী।আজ মঙ্গলবার সংবাদমাধ্যম বিবিসি ও সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
উইসকনসিন অঙ্গরাজ্যের রাজধানী ম্যাডিসনে অবস্থিত অ্যাবানডেন্ট লাইফ খ্রিস্টান স্কুলে ঘটেছে এই বন্দুক হামলা। পুলিশ জানিয়েছে, ক্লাস চলাকালীন ঘটে এই ঘটনা। গুলি চালানো কিশোরী নিজেও ক্লাসে উপস্থিত ছিলেন।
বন্দুক হামলায় একজন শিক্ষক ও একজন শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত ছয় জনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। হামলার কারণ সম্বন্ধে এখনো কিছু জানতে পারেনি পুলিশ।
ম্যাডিসনের পুলিশ প্রধান শন বার্নস বলেন, 'আজ শুধু ম্যাডিসন না, সমগ্র জাতির জন্য একটি কষ্টের দিন। আমাদের এই সমাজ নিয়ে আরও কাজ করতে হবে।এই বন্দুক হামলার ঘটনায় শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউজ থেকে দেওয়া এক বিবৃতিতে একে 'মর্মান্তিক ও অচিন্তনীয়' বলে মন্তব্য করেছেন তিনি।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মোট ৮৩টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ২৭টি কলেজ ক্যাম্পাসে ও ৫৬টি স্কুল ক্যাম্পাসে। এসব হামলায় মোট ৩৮ জন নিহত ও অন্তত ১১৫ জন আহত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন মিলন
ব্যবস্থাপনা সম্পাদক: দিপা আক্তার
মোবাইলঃ 01634559838
মোবাইলঃ 01944701754
Email:mrheng1971@gmail.com
২০২২. সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।দৈনিক বাংলাদেশ নিউজ
Developer by: Md Tushar Emran