রাকিব হোসেন মিলন’ঢাকা
রাজধানীর কদমতলী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেফতার করেছে কদমতলী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো: ১। শ্যামল সাহা (৩০), ২। বিষ্ণু সরকার (২৪), ৩। মো: সুজন (২৭) ও ৪। মো: মাসুম (২৫)।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ০২:৩০ ঘটিকায় কদমতলীর ডিপটি গলিতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে দুটি সুইচ গিয়ার চাকু, একটি ছোরা, একটি রডসহ ঘটনাস্থল হতে আরো চারটি রড উদ্ধার করা হয়।
কদমতলী থানা সূত্র জানায়, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ০২:০০ ঘটিকায় কতিপয় লোক ডিপটি গলির ভিতরে মায়ের দোয়া জেনারেল স্টোর এন্ড কনফেকশনারী দোকানের সামনে পাকা রাস্তার উপর দেশীয় অস্ত্রসহ ডাকাতি করার উদ্দেশে অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়।
এমন সংবাদের ভিত্তিতে কদমতলী থানার টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদেরকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়।
এ সময় তাদের সহযোগী কয়েক জন দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কদমতলী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা ও পলাতক আসামিরা উক্ত স্থানে দেশীয় অস্ত্রসহ সমবেত হয়ে কদমতলী এলাকার বিভিন্ন স্থানে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তারা ঘটনাস্থলসহ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড পরিচালনার সাথে জড়িত।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ডাকাত চক্রের পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
Discussion about this post