নিজস্ব প্রতিবেদক ,
রাজধানীর রাজারবাগ মোড় এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে শাহজাহানপুর থানা পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) রাতে শাহজাহানপুর থানার রাজারবাগ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
শাহজাহানপুর থানা সূত্র জানায়, শনিবার রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রাজারবাগ মোড় এলাকায় এক ব্যক্তি ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে থানার একটি টিম উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রাজারবাগ মোড়ের পূর্ব পাশে শহিদ অটো সার্ভিস নামক দোকানের সামনে থেকে রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে নুরুল আলমকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার হাতে থাকা চারটি জিপার প্যাকেটের ভিতর থেকে মোট ৪০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক লাখ একুশ হাজার পাঁচশত টাকা।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে ডিএমপির শাহজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল আলম জানায়, দীর্ঘদিন ধরে ঢাকা ও এর আশেপাশের এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলেন তিনি।
উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের জন্য নিজের হেফাজতে রেখেছিল মর্মে স্বীকারোক্তি দিয়েছেন নুরুল আলম। মামলার সুষ্ঠু তদন্ত ও গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন মিলন
ব্যবস্থাপনা সম্পাদক: দিপা আক্তার
মোবাইলঃ 01634559838
মোবাইলঃ 01944701754
Email:mrheng1971@gmail.com
২০২২. সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।দৈনিক বাংলাদেশ নিউজ
Developer by: Md Tushar Emran