বাংলাদেশ নিউজ ডেস্ক
যশোরের মনিরামপুর উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে মোটরসাইকেল দুটির দুই চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন এক মোটরসাইকেলের আরোহী। আজ রোববার দুপুরে উপজেলার চালকিডাঙা এলাকায় যশোর-চুকনগর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন যশোর শহরের খড়কি এলাকার মুনসুর আলীর ছেলে হাফিজুর রহমান (৫৫) ও মনিরামপুর উপজেলার হুরগাতী গ্রামের আহাদ আলীর ছেলে আসাবুর ইসলাম (১৫)। নিহত আসাবুর মনিরামপুর উপজেলার দেলুয়াবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
আহত মোটরসাইকেল আরোহী হলেন ইমন আলী (২০)। তিনি উপজেলার হুরগাতী গ্রামের আজহারুল ইসলামের ছেলে। তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও মনিরামপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ দুপুরে যশোর থেকে একটি মোটরসাইকেল যশোর-চুকনগর আঞ্চলিক মহাসড়ক দিয়ে মনিরামপুর উপজেলা সদরের দিকে যাচ্ছিল। একই সময় মনিরামপুর উপজেলা সদরের দিক থেকে অপর একটি মোটরসাইকেল যশোরের দিকে আসছিল।
দুপুর সোয়া ১২টার দিকে চালকিডাঙা এলাকায় এই দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি মোটরসাইকেলের তিনজন আরোহী মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে যান। ঘটনাস্থলেই মারা যায় একটি মোটরসাইকেলের চালক আসাবুর ইসলাম। গুরুতর আহত হন মোটরসাইকেলটির আরোহী ইমন আলী ও অপর মোটসাইকেলের চালক হাফিজুর রহমান।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন মিলন
ব্যবস্থাপনা সম্পাদক: দিপা আক্তার
মোবাইলঃ 01634559838
মোবাইলঃ 01944701754
Email:mrheng1971@gmail.com
২০২২. সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।দৈনিক বাংলাদেশ নিউজ
Developer by: Md Tushar Emran