নুর ইসলাম নিরব
স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেটা সেন্টার লিমিটেড ডকইয়ার্ড নামের একটি প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় ছাত্রদলের দুই নেতাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনীর সদস্যরা।রোববার (১৫ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার দড়িকান্দি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসম্পাদক মেহেদী হাসান রিপন (৩২), মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আকিব হাসান (৩০), উপজেলার দড়িকান্দি এলাকার হাসান আলীর ছেলে পাপ্পু মিয়া (৩৩) ও সাদিকুল ইসলাম সাদু (৪০)।
জানা যায়, ১৮ নভেম্বর মুরাপাড়া এলাকার মেটা সেন্টার লিমিটেড ডকইয়ার্ডে একদল দুর্বৃত্ত ডাকাতি করে। একই দল ৪ ডিসেম্বর ওই ডকইয়ার্ডের কর্মকর্তাদের ওপর আবার আক্রমণ করে এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য কর্মকর্তাদের বাধ্য করার চেষ্টা করে। মেহেদী হাসান রিপন ও আকিব হাসানের নেতৃত্বে পরিচালিত এ চক্রটির বিরুদ্ধে এই এলাকায় একাধিক চাঁদাবাজি ও ডাকাতির অভিযোগ রয়েছে।
রূপগঞ্জ আর্মি ক্যাম্পের বিভিন্ন টহল দল দীর্ঘদিন ধরে এ চক্রটিকে ধরার চেষ্টা করছিল। চক্রটি বেশিরভাগ সময় এলাকায় থাকত না এবং খুব অল্প সময়ের জন্য এলাকায় এসে বিভিন্ন অপরাধ পরিচালনা করে স্থান ত্যাগ করতো।
গত ১৫ ডিসেম্বর রাত ৩টায় রূপগঞ্জ আর্মি ক্যাম্প ও পুলিশের একটি দল তাদের এলাকায় অবস্থান নিশ্চিত করে যৌথ অভিযান চালিয়ে ডকইয়ার্ডের ডাকাতি মামলায় ওই ৪ জনকে গ্রেপ্তার করে।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বাংলাদেশ নিউজকে জানান, গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন মিলন
ব্যবস্থাপনা সম্পাদক: দিপা আক্তার
মোবাইলঃ 01634559838
মোবাইলঃ 01944701754
Email:mrheng1971@gmail.com
২০২২. সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।দৈনিক বাংলাদেশ নিউজ
Developer by: Md Tushar Emran