রাকিব হোসেন মিলন
বিশেষ প্রতিনিধি
চাঁদপুরের বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির একটি সফল অভিযানে ৭৩,৩০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এই জালের বাজারমূল্য প্রায় ২১ লাখ ৯৯ হাজার টাকা বলে জানিয়েছে নৌ পুলিশ।
সোমবার (১৮ নভেম্বর) বেলতলী নৌ পুলিশের আওতাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। জব্দকৃত এসব অবৈধ কারেন্ট জাল পরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
নৌ পুলিশ জানিয়েছে, মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। কারেন্ট জাল ব্যবহার নিষিদ্ধ এবং পরিবেশ ও মাছের জীবনে এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করাই তাদের মূল লক্ষ্য।
একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, "নিষিদ্ধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি। ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে আমাদের অভিযান আরও জোরদার হবে।"
এ অভিযানে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, কারেন্ট জাল নিষিদ্ধ হলেও কিছু অসাধু ব্যক্তি এখনো তা ব্যবহার করছে, যা নদীর মৎস্যসম্পদ ধ্বংস করছে। নৌ পুলিশের এই উদ্যোগ মৎস্যসম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।
চাঁদপুর জেলার নদীগুলোতে কারেন্ট জাল ব্যবহার বন্ধে নৌ পুলিশের এ ধরনের অভিযান ইতিমধ্যেই বেশ প্রশংসিত হয়েছে। নদীর জীববৈচিত্র্য সংরক্ষণ এবং অবৈধ জাল ব্যবহার রোধে এ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।
বেলতলী নৌ পুলিশের এই অভিযান অবৈধ মৎস্য আহরণ ও নদীর বাস্তুতন্ত্র রক্ষার একটি উজ্জ্বল উদাহরণ। এ ধরনের কার্যক্রম দেশের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় দৃষ্টান্ত স্থাপন করবে।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন মিলন
ব্যবস্থাপনা সম্পাদক: দিপা আক্তার
মোবাইলঃ 01634559838
মোবাইলঃ 01944701754
Email:mrheng1971@gmail.com
২০২২. সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।দৈনিক বাংলাদেশ নিউজ
Developer by: Md Tushar Emran