বাংলাদেশ নিউজ ডেস্ক
নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. তবিবুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ২টায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. তবিবুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও ডিমলা উপজেলা পরিষদের দুবারের সাবেক চেয়ারম্যান।
ডিমলা থানার ওসি ফজলে এলাহী বাংলাদেশ নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মো. তবিবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হবে।
Discussion about this post