রাকিব হোসেন মিলন
১৩ ডিসেম্বর, ২০২৪ তারিখ রাত্রে রংপুরের তারাগঞ্জ উপজেলার বারাতি ব্রিজ এলাকায় মহাসড়কে এক অজ্ঞাতনামা মহিলার দেহাংশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। উদ্ধারকৃত দেহাংশে কেবল হাত দুটি অক্ষত অবস্থায় পাওয়া গেছে।
মহিলার পরিচয় শনাক্তের জন্য পুলিশ স্থানীয়দের সহায়তা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের আহ্বান জানিয়েছে। কেউ তথ্য জানালে তারাগঞ্জ থানায় কিংবা তারাগঞ্জ হাইওয়ে পুলিশের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি জানান, “ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।”
Discussion about this post