বাংলাদেশ নিউজ ডেস্ক
চট্টগ্রামে পৃথক মামলায় ১২ আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার ( ১০ ডিসেম্বর ) চট্টগ্রাম তৃতীয় মহানগর হাকিম আলমগীর হোসেনের আদালত চিন্ময় অনুসারীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চারজনের এবং পুলিশের ওপর হামলা মামলায় আট আসামির রিমান্ড মঞ্জুর করেছেন।
চট্টগ্রাম আদালত ভবন এলাকায় আইনজীবী আলিফ হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয় রিপন দাস, বিশাল দাস, আমান দাস ও রাজীব ভট্টাচার্য্যকে। এদের মধ্যে রিপন দাসের পাঁচদিন ও বাকিদের চারদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।
পুলিশের ওপর হামলা মামলায় সুমন দাস, সুজন চন্দ্র দাস, ইমন চক্রবর্তী, রূপন দাশ, সৌরভ দাশ, সাকিবুল আলম, আহমদ হোসেন ও মো. রাকিবকে পাঁচদিনের রিমান্ডে দেওয়া হয়।
আদালত সূত্র জানায়, আলিফ হত্যা মামলায় চার আসামিকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে আদালত একজনের পাঁচদিন ও বাকিদের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
অন্যদিকে একইদিন আদালত ভবন এলাকায় পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরের মামলায় আট আসামির সাতদিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
Discussion about this post