দিপা আক্তার
বিশেষ প্রতিনিধি
নারায়ণগঞ্জ ও মাদারীপুরে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলওয়ে স্টেশন ও শিবচর উপজেলায় এই দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোখলেসুর রহমান জানান, ট্রেনের ধাক্কায় মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের (৪৮) মৃত্যু হয়েছে। তিনি চলন্ত ট্রেনে উঠতে গিয়েছিলেন।
পুলিশ জানিয়েছে, দেলোয়ার নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি এলাকার বাসিন্দা। তিনি ঢাকার শ্যামপুর এলাকায় একটি ভাড়া বাসায় সপরিবারে থাকতেন।এদিন সন্ধ্যায় মাদারীপুরের শিবচর উপজেলায় সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে।
তার কোলে থাকা ১১ মাস বয়সী শিশু গুরুতর আহত হওয়ায় তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার সন্ধ্যায় উপজেলার পাঁচ্চর এলাকায় ঢাকা-ভাঙ্গা রেলপথে এই দুর্ঘটনা ঘটে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন মোবাইল ফোনে বাংলাদেশ নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে তিনি বলেন, ওই নারীর নাম মিথিলা আক্তার (১৬)। তিনি উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আবু খলিফা সরদারের মেয়ে ও মাদবরেরচর ইউনিয়নের নাসিরেরমোড় এলাকার সুজন মিয়ার স্ত্রী।
‘মিথিলা তার ১১ মাস বয়সী ভাগ্নিকে নিয়ে বেড়াতে বের হয়েছিলেন। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, তিনি রেল লাইনের পাশে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন। সেই সময় একটি ট্রেন তাকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই মিথিলার মৃত্যু হয় এবং তার কোলে থাকা শিশুটির হাত-পা বিচ্ছিন্ন হয়ে যায়,’ বলেন মোকতার। তিনি আরও বলেন, ‘শিশুটিকে প্রথমে পাঁচ্চরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
Discussion about this post