বাংলাদেশ নিউজ ডেস্ক ,
চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে তাকে ভৈরব রেলস্টেশন থেকে গ্রেপ্তার করা হয়।
ভৈরব থানা ও চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশের নেতৃত্বে একটি দল তাকে গ্রেপ্তার করে। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমডি শাহিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম আদালত প্রাঙ্গণের সেদিনের ভিডিও ফুটেজে কমলা রঙের টি-শার্ট ও কালো প্যান্ট পরিহিত চন্দনকে (৩৫) ছুরি হাতে সাইফুলকে কোপ দিতে দেখা যায়। চন্দনের মাথায় ছিল হেলমেট।
পুলিশ জানায়, হত্যার পর চন্দন আত্মগোপনে চলে যান।কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম জানান, চন্দনকে চট্টগ্রামে এনে আদালতে সোপর্দ করা হবে।
Discussion about this post