রাকিব হোসেন মিলন
বিশেষ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদর উপজেলার বাগবাড়ি এলাকায় আজ একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি) যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি গোপন গোডাউন থেকে ১০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।
আজ ৪ ডিসেম্বর, সকাল থেকে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দীর্ঘ সময় চিরুনি তল্লাশির পর অবৈধ কারেন্ট জালের বিশাল মজুদ উদ্ধার করা হয়। পরে জনসম্মুখে এই জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অবৈধ জাল নির্মূলের অঙ্গীকার
মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফর রহমান জানান, "কারেন্ট জাল একটি মারাত্মক হুমকি। এটি শুধু মৎস্য সম্পদ ধ্বংস করে না, বরং জীববৈচিত্র্যের ওপরও মারাত্মক প্রভাব ফেলে। আমরা অবৈধ জাল নির্মূলের জন্য নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে।"
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, "কারেন্ট জাল ব্যবহারের ফলে পোনা মাছ ও অন্যান্য সামুদ্রিক প্রাণীর জীবন বিপন্ন হচ্ছে। এটি পরিবেশের জন্য ক্ষতিকর এবং মৎস্যসম্পদ টেকসইভাবে ব্যবহার করার পথে বড় বাধা।"
জনসচেতনতা বৃদ্ধি প্রয়োজন
সহকারী কমিশনার (ভূমি) অভিযানে উপস্থিত থেকে বলেন, "অবৈধ কারেন্ট জাল বিরোধী এই অভিযান জনসচেতনতা বৃদ্ধির একটি অংশ। আমরা চাই জনগণ এসব অবৈধ কাজ থেকে বিরত থাকুক এবং পরিবেশ রক্ষায় এগিয়ে আসুক।"
স্থানীয় বাসিন্দারা এই অভিযানের প্রশংসা করেছেন। তারা মনে করেন, এ ধরনের উদ্যোগে মৎস্য সম্পদের সুরক্ষা নিশ্চিত হবে এবং মৎস্যজীবীদের আয় বৃদ্ধি পাবে।
অভিযান শেষে উদ্ধারকৃত কারেন্ট জাল জনসম্মুখে ধ্বংস করার মাধ্যমে অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের এই কার্যক্রমে স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক বার্তা পৌঁছেছে।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন মিলন
ব্যবস্থাপনা সম্পাদক: দিপা আক্তার
মোবাইলঃ 01634559838
মোবাইলঃ 01944701754
Email:mrheng1971@gmail.com
২০২২. সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।দৈনিক বাংলাদেশ নিউজ
Developer by: Md Tushar Emran