রাকিব হোসেন মিলন
বিশ্বম্ভরপুর থানার পুলিশের অভিযানে অবৈধভাবে উত্তোলনকৃত বালু ভর্তি একটি ড্রামট্রাকসহ মো. আবুল হাসিম (৩২) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মো. কাওছার আলমের দিকনির্দেশনায় এসআই মো. মনিরুল হক মুন্সীর নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয়। অভিযানটি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ১নং সলুকাবাদ ইউনিয়নের চালবন এলাকায় পরিচালিত হয়।
গ্রেফতার হওয়া আবুল হাসিম নেত্রকোনা জেলার দূর্গাপুর থানার নাগপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, অবৈধভাবে উত্তোলন করা বালু পরিবহনের সময় আসামি ধরা পড়েন। প্রাথমিক তদন্তে জানা যায়, এই কাজে আরও কয়েকজনের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে পুলিশি হেফাজতে রেখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বিশ্বম্ভরপুর থানার পুলিশ জানিয়েছে, অবৈধ বালু উত্তোলন ও পরিবহন রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
বিশেষজ্ঞরা বলছেন, অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়, যা কৃষি জমি এবং বসতভিটার ক্ষতির কারণ হতে পারে। স্থানীয়রা অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
বিশ্বম্ভরপুর থানার এই সফল অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে তারা আশা করছেন, এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত অন্যান্যদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
Discussion about this post