নিজস্ব প্রতিবেদক ,
মৌলভীবাজারের রাজনগরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।সোমবার (২ ডিসেম্বর) রাতে রাজনগর-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মশরিয়া মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজনগর থানার ওসি শাহ মোহাম্মদ মুবাশ্বির বিষয়টি বাংলাদেশ নিউজকে নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, রাজনগরের উত্তরভাগ ইউনিয়নের হলদিগুল গ্রামের সাকিন আহমদ (১৯) ও সুপ্রাকান্দি গ্রামের রাফি আহমেদ (২১)। আহত রাজু ধর (১৮) খলাগাঁও গ্রামের মনজু ধরের ছেলের।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তিন সমবয়সী মোটরসাইকেলে করে নিজ এলাকা থেকে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছিল। রাজনগর-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মশুরিয়া নাম স্থানে রাজনগর থেকে ফেঞ্চুগঞ্জের পথে যাওয়া পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পুলিশ মোটরসাইকেল ও পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা কামরুল ইসলাম বলেন, নিহত দুজন সমবয়সী। পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তারা মারা যান।
অপর আহত রাজুকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে জন্য পাঠানো হয়েছে।রাজনগর থানার ওসি শাহ মোহাম্মদ মুবাশ্বির বলেন, মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আমরা পিকআপ ভ্যান ও মোটরসাইকেল উদ্ধার করেছি। ঘটনার পর থেকেই পিকআপ চালক পালাতক রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন মিলন
ব্যবস্থাপনা সম্পাদক: দিপা আক্তার
মোবাইলঃ 01634559838
মোবাইলঃ 01944701754
Email:mrheng1971@gmail.com
২০২২. সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।দৈনিক বাংলাদেশ নিউজ
Developer by: Md Tushar Emran