রাউজান চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের রাউজানে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। ২৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুর দুইটা থেকে তিনটা পর্যন্ত উপজেলা সদরের ফকিরহাট বাজারে অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিদুয়ানুল ইসলাম। অভিযানে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের গবেষণা কর্মকর্তা মো: আশরাফ উদ্দিন ও আনসার বাহিনীর সদস্যরা।
অভিযানে নিষিদ্ধ পলিথিন মজুদ রাখার অপরাধে দুটি ব্যাবসা প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয় এবং ২০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। অভিযানের সময় নিষিদ্ধ ঘোষিত পলিথিনের মজুদ না রাখার ও ব্যবহার না করার জন্য ব্যাবসায়ী ও ক্রেতাদের নির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিদুয়ানুল ইসলাম বলেন, নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
Discussion about this post