রাকিব হোসেন মিলন
দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার (২৭ নভেম্বর) তিতাস গ্যাসের জোন-৫-এর উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে ‘আল মদিনা রেস্টুরেন্ট’ এবং একটি অচিহ্নিত ওয়াশিং কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ৪৫ ফুট পাইপ অপসারণ করা হয় এবং মো. সফিক উল্ল্যাহ নামে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানটি পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন রায়। অভিযানে জব্দ করা হয় ১টি কম্প্রেসর, ২৫ ফুট এমএস পাইপ, ২০ ফুট হোস পাইপ এবং একটি দ্বিমুখী চুলা।
ঢাকা জেলা প্রশাসন এবং কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় তিতাস গ্যাসের কর্মকর্তারা এ অভিযান চালান। জব্দকৃত মালামাল তিতাস গ্যাসের জোন-৫-এর জিম্মায় রাখা হয়েছে।
Discussion about this post