আরিফুর রহমান
রাজধানীর কদমতলী থানার জুরাইন রেলগেট এলাকায় অবৈধ অস্থায়ী দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে দক্ষিণ সিটি করপোরেশন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় শুরু হওয়া এ অভিযান পরিচালিত হয় বিক্রমপুর শপিং কমপ্লেক্স ও তার আশপাশের এলাকায়।
অভিযানে নেতৃত্ব দেন কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান। অভিযানে বিপুলসংখ্যক পুলিশ সদস্য অংশ নেন।
ওসি মাহমুদুর রহমান জানান, যাত্রাবাড়ী-জুরাইন-নারায়ণগঞ্জ-পদ্মা সেতু সংযোগ সড়ক রাজধানীর অন্যতম ব্যস্ত পথ। কিন্তু জুরাইন রেলগেট এলাকায় গড়ে ওঠা হকারদের অস্থায়ী দোকানপাটের কারণে প্রতিদিনই তীব্র যানজট তৈরি হয়। সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।
তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ এই সড়কের পাশে কোনো ধরনের অবৈধ স্থাপনা বা হকারের ব্যবসা চলতে দেওয়া হবে না। কদমতলী থানা এলাকার সব অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। জনগণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।’
সড়কের দুই পাশ থেকে দোকানপাট সরিয়ে নিতে হকারদের আগেই সতর্ক করা হয়েছিল বলে জানিয়েছেন অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে এর পরও অনেক দোকান সরানো হয়নি। উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্তদের জন্য কোনো বিকল্প ব্যবস্থা করা হয়নি, যা নিয়ে কিছু মানুষের মধ্যে অসন্তোষ দেখা গেছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, সড়কটি অবৈধ দখলমুক্ত হলে যানজট অনেকটাই কমে যাবে। তবে একই সঙ্গে বিকল্প কর্মসংস্থান বা পুনর্বাসনের ব্যবস্থা করলে হকারদের জীবিকার নিশ্চয়তা নিশ্চিত হবে বলে মনে করেন তারা।
এ অভিযানকে একটি চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, নিয়মিত তদারকির মাধ্যমে এ ধরনের দখল প্রতিরোধে পদক্ষেপ নেওয়া হবে।
Discussion about this post