“কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন-২০১০ এর নয় ধারায় দায়মুক্তি এবং ক্রয় সংক্রান্ত ধারায় মন্ত্রীর একক সিদ্ধান্ত অবৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দিয়েছেন।
আইনের ওই ধারায় দায়মুক্তি কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলের ওপর বৃহস্পতিবার হাইকোর্ট এ রায় ঘোষণা করে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ড. শাহদীন মালিক।
আইনটি ‘কুইক রেন্টাল’ আইন নামে পরিচিতি পায়।
এ আইনের অধীন করা কাজ নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না এবং চুক্তি করার বিষয়ে মন্ত্রীর একক সিদ্ধান্ত নেওয়ার কথা ওই বিধান দুটিতে উল্লেখ ছিল।
এ বিষয়ে আইনজীবীদের মতামত, আদালতের এখতিয়ার রদ করতে পারে এমন কোনো আইন হতে পারে না।
পরে গত দোসরা সেপ্টেম্বর আইনটির নয় ধারায় দায়মুক্তি কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিল হাইকোর্ট।
এর আগে, কুইক রেন্টালে দায়মুক্তি এবং ক্রয় সংক্রান্ত ছয় এর দুই ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের দুইজন আইনজীবী।
Discussion about this post