“ইরানের একজন সুপরিচিত মানবাধিকার কর্মী দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ‘স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদের’ বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আত্মহত্যা করেছেন।
সামাজিক মাধ্যমে পোস্টে কিয়ানোশ সানজারি জানিয়েছিলেন যে বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার মাঝে চারজন রাজনৈতিক বন্দিকে মুক্তি না দিলে তিনি আত্মহত্যা করবেন।
ঘণ্টাখানেক পরেই তার সহকর্মীরা জানান যে তিনি মারা গেছেন।
মৃত্যুর আগে তিনি একটি পোস্টে লিখেছেন যে তিনি আশা করছেন, “একদিন ইরানিরা জেগে উঠবে” এবং “দাসত্বের শৃঙ্খল ভেঙ্গে বেরিয়ে আসবে।
সানজারি ছিলেন ইরানের নেতাদের কড়া সমালোচক এবং প্রবলভাবে গণতন্ত্রে বিশ্বাসী মানুষ। ‘
“কারও মতপ্রকাশের জন্য তাকে বন্দী করা উচিত নয়,” মৃত্যুৎ আগে বলে গেছেন তিনি।
“প্রতিবাদ করা প্রতিটি ইরানি নাগরিকের অধিকার।
Discussion about this post