দিপা আক্তার ,বিশেষ প্রতিনিধি
কোতয়ালী থানার রায় সাহেবের বাজার মোড় মেডিনোভা ডায়গনস্টিকের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে যুবলীগ নেতা রিপন তালুকদার (৩১) কে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ।
মঙ্গলবার (১২ নভেম্বর ২০২৪) বেলা ১:৩০ ঘটিকায় কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
কোতয়ালী থানা সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ২০২৪ তারিখ কোতয়ালী থানার রায় সাহেবের বাজার মোড় মেডিনোভা ডায়গনস্টিকের সামনে দিয়ে অনেক ছাত্র-জনতার সাথে শাহবাগের দিকে যাওয়ার জন্য শান্তিপূর্ণ মিছিলে অংশ গ্রহণ করেছিল ভিকটিম শোয়েব শাহরিয়ার সিজান (২৪)। এ সময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাদের ছোড়া গুলিতে শোয়েব শাহরিয়ার সিজান গুরুতর আহত হয়।
আহত শোয়েব শাহরিয়ার সিজানকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করা হয়। এ ঘটনায় গত ২৩ অক্টোবর ২০২৪ খ্রি. বাদী ইরফার আহমেদ নামের একজন সচেতন নাগরিকের অভিযোগের প্রেক্ষিতে কোতয়ালী থানায় একটি মামলা রুজু হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে কোতয়ালী থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Discussion about this post