দিপা আক্তার, ঢাকা
শাহবাগ থানার নারী ও শিশু হেল্প ডেস্ক এর হেফাজতে থাকা এক নারী ও শিশুর পরিচয় বা পরিবারের তথ্য জানতে সহায়তা চেয়েছে ডিএমপির শাহবাগ থানা পুলিশ।
শাহবাগ থানা সূত্রে জানা যায়, গতকাল রবিবার (০৩ নভেম্বর ) বেলা ১১:৩০ ঘটিকার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন বিল্ডিং এর চার তলায় মেরিনা আক্তার নামে একজন নারী দেড় বছরের একটি ছেলে শিশুকে মারধর করছিল। এ সময় আশেপাশের লোকজন নারীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোন সন্তোষজনক জবাব দিতে পারেন নি। বিষয়টি উপস্থিত লোকজনের সন্দেহ হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থিত পুলিশ ক্যাম্পে উক্ত নারীসহ বাচ্চাটিকে হস্তান্তর করে তারা। বর্তমানে নারীসহ শিশুটি শাহবাগ থানার নারী ও শিশু হেল্প ডেস্ক এর হেফাজতে রয়েছে।
থানা সূত্রে আরও জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত নারীকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হচ্ছে। তার কাছে থাকা বাচ্চার পরিচয়ের ব্যাপারে সুনির্দিষ্ট কোন তথ্য দিতে পারছে না।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত নারী ও শিশুটির পরিচয় বা পরিবারের তথ্য জেনে থাকলে শাহবাগ থানার ডিউটি অফিসার (০১৩২০-০৩৯৫২৭), পুলিশ পরিদর্শক অপারেশনস্ (০১৩২০-০৩৯৫২২) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৩৯৫২০) এর মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
Discussion about this post